কপি পেষ্ট পরিহার করুন, নিজের জ্ঞান ভাগ করুন । - BlogKiz

কপি পেষ্ট পরিহার করুন, নিজের জ্ঞান ভাগ করুন ।

March 01, 2021 admin Blogkiz 2
Lur.Wapo তে থাকার ট্রেইনারদের বলছি অন্য কোন সাইট থেকে পোস্ট "Copy" করে সরাসরি "Paste" করা থেকে বিরত থাকুন । এরকম করলে আমাদের সাইটের মান ক্ষুন্ন হবে।

Lur.Wapo কখনো কপি পেষ্ট করাকে সমর্থন করে না…

আমি তো কিছু জানি না ?? তাহলে কপি পেষ্ট ছাড়া কীভাবে পোষ্ট করবো?


আপনি কিছু জানেন না ভালো কথা ।। আগে জানুন তারপর না হয় জানাবেন।

যে পোষ্ট টা আপনি বুঝে না বুঝে কপি করছেন সেটা আগে সম্পূর্ন ভাবে পড়ুন … বুঝোন… দরকার হলে এপ্ল্যাই করুন… মানে জ্ঞান অর্জন করুন ।

তারপর যদি মনে হয় জিনিষটা সকলের সাথে শেয়ার করা দরকার তারপর না হয় নিজের ভাষায় লিখে সকলের সাথে শেয়ার করুন।

তা না করে যদি বুঝে না বুঝে অন্যের লেখাকে খালি কপি করে সাইটে এনে পেষ্ট করলেন তাহলে তো আপনিও কিছু শিখতে পারলেন না

সাইটের মান ও নষ্ট করলেন এবং যার থেকে পোষ্ট কপি করলেন তাকেও অসম্মান করলেন।।

তা ছাড়াও আরো একটি উপায় আছে। সেটা হল আপনার যদি কোন পোস্ট ভালো লাগে। তাহলে সেই পোস্টির লেখকে Comment করে বা তার সাথে Contect করে, তাকে বলুন যে আপনি এই পোস্টটি Lur.Wapo সাইটে কপি করে পেস্ট করতে চাচ্ছেন। তিনি যদি অনুমতি দেন তবে আপনি এই পোস্ট টি আমাদের সাইটে করবেন। অন্যথায় কপি পেস্ট করা থেকে বিরত থাকুন।

সুত্রারাং , এরপর থেকে নিজে আগে কিছু শিখে তারপর নিজের ভাষায় লিখে শেয়ার করবেন… যদি তা না পারেন কারো লেখা সরাসরি কপি পেষ্ট করে সাইটে দেয়ার দরকার নেই …

কপি পেষ্ট ছাড়াও অনেকেই নিজের ব্যবসায়িক উদ্দেশ্যে নিজের সাইটের প্রচারণা এর জন্য সাইটকে ব্যবহার করছেন। কোন এপ পেলেই বুঝে না বুঝেই নিজের সাইটে আপলোড করে লিংক শেয়ার করছেন Lur.Wapo তে… এরকম ব্যবসায়ী কে নজরে পরলে সাথে সাথে সাইট এর ট্রেইনার থেকে আজীবন এর জন্য ব্যান করা হবে।

নিজের স্বার্থের কথা না ভেবে মানুষের উপকারের কথা ভাবুন… মানুষ এমনিতেই আপনার সাইট খুজে নিবে…

কোন এপ রিভিও দিলে সত্যিকারেই মানুষ এর উপকারে আসবে এবং আপনি ব্যবহার করে ভালো লেগেছে এমন কোন এপ দিন… ফালতু এপ লিংক শেয়ার করে নিজের সাইটে ট্র্যাফিক নেয়াটাকে Lur.Wapo team কখনোই সমর্থন করে না।

আশা করি Lur.Wapo এর সকল ট্রেইনার রাই উপরের নিয়ম গুলা মেনে চলবেন… এবং Lur.Wapo কে শিক্ষনীয় একটা জায়গায় পরিণত করতে এগিয়ে আসবেন… ।

Comments
2 Responses
BlogKizLabib
March 02, 2021 AT 2:49 PM
Acca ekhon theke manbo
BlogKizClickLur
March 02, 2021 AT 2:41 PM
Ok No Problem

Leave a Reply

Name:


Comment:


Category List
Design with ❤ by ClickLur